মূল পাতা আন্তর্জাতিক ইউক্রেনে ৪ লেপার্ড ট্যাংক পাঠালো পোল্যান্ড
আন্তর্জাতিক ডেস্ক 25 February, 2023 08:25 AM
প্রতিশ্রুতি অনুযায়ী মিত্র হিসেবে ইউক্রেনে চারটি লেপার্ড ট্যাংক পাঠিয়েছে পোল্যান্ড। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) এ কথা জানান পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা।
বন্ধু দেশগুলোর মধ্যে পোল্যান্ড থেকেই প্রথম ট্যাংক পেল ইউক্রেন। এর আগে জার্মানিসহ বিভিন্ন দেশ ট্যাংক পাঠানোর ঘোষণা দিলেও সেগুলো এখনো ইউক্রেনে পৌঁছায়নি।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক বছরপূর্তি উপলক্ষে কিয়েভ সফরে যান পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি। এ সময় তিনি প্রথম দেশ হিসেবে ইউক্রেনে লেপার্ড ট্যাঙ্ক সরবরাহের বিষয়টি নিশ্চিত করেন।
পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে জাতীয় নিরাপত্তা পরিষদের এক বৈঠকে প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা জানান, ইউক্রেনে লেপার্ড ট্যাংকগুলো সরবরাহ করতে যাওয়ায় তাদের প্রধানমন্ত্রী শুক্রবারের বৈঠকে উপস্থিত থাকতে পারেননি। তিনি খুব দ্রুতই নিরাপদে দেশে ফিরে আসবেন বলে আশা প্রকাশ করেন পোলিশ প্রেসিডেন্ট। ।
উল্লেখ্য, জানুয়ারিতে জার্মানির তৈরি ১৪টি লেপার্ড-২ ট্যাংক ও অতিরিক্ত ৬০টি ট্যাংক পাঠানোর ঘোষণা দেয় পোল্যান্ড।