| |
               

মূল পাতা আন্তর্জাতিক মোদী সরকার ভারতের গণতন্ত্রকে হিটলারশাহীতে পরিণত করেছে : মল্লিকার্জুন খাড়গে


মোদী সরকার ভারতের গণতন্ত্রকে হিটলারশাহীতে পরিণত করেছে : মল্লিকার্জুন খাড়গে


আন্তর্জাতিক ডেস্ক     24 February, 2023     10:17 AM    


ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে এমপি কেন্দ্রীয় সরকারকে নিশানা করে বলেছেন, মোদী সরকার ভারতের গণতন্ত্রকে হিটলারশাহীতে পরিণত করেছে।

তিনি বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) কংগ্রেসের মুখপাত্র পবন খেরাকে গ্রেফতারের প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় ওই মন্তব্য করেন। খাড়গে বলেন, ‘বিরোধী দল সংসদে প্রশ্ন উত্থাপন করলে নোটিশ দেওয়া হয়। কংগ্রেসের অধিবেশনের আগে ছত্তিশগড়ে আমাদের নেতাদের বিরুদ্ধে ‘ইডি’র অভিযান চালানো হয়েছে। মিডিয়া চেয়ারম্যানকে জোর করে বিমান থেকে নামিয়ে গ্রেফতার করা হয়েছে। মোদী সরকার ভারতের গণতন্ত্রকে হিটলারশাহীতে পরিণত করেছে। আমরা এই স্বৈরাচারের তীব্র নিন্দা জানাচ্ছি।’   

ওই ইস্যুতে  কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘এটা স্বৈরতন্ত্র ছাড়া আর কী? মতপ্রকাশের স্বাধীনতার কথা বলা হয়। কিন্তু এটাই কী আপনাদের মতপ্রকাশের স্বাধীনতা?’

এদিকে, কংগ্রেসের মুখপাত্র পবন খেরা গ্রেফতার হওয়ার পর সুপ্রিম কোর্টের  দ্বারস্থ হয় কংগ্রেস। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে দ্বারকা আদালত থেকে জামিন পেয়েছেন কংগ্রেসের মিডিয়া বিভাগের প্রধান পবন খেরা।আগামী ২৭ ফেব্রিয়ারি ওই মামলার পরবর্তী শুনানি হবে। বৃহস্পতিবার দিল্লি বিমানবন্দর থেকে অসম পুলিশ তাকে গ্রেফতার করেছিল। তার বিরুদ্ধে অভিযোগ, সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে পবন খেরা প্রধানমন্ত্রীকে নরেন্দ্র দামোদরদাস মোদীর বদলে নরেন্দ্র গৌতমদাস বলে অভিহিত করেন। তা নিয়ে বিজেপি’র পক্ষ থেকে পবন খেরাকে গ্রেফতার করার দাবি জানানো হয়। ওই ইস্যুতে বিভিন্ন জায়গায় একাধিক  এফআইআর দায়ের করা হয়। সেই সূত্রেই তাকে অসমের পুলিশ গ্রেফতার করে। 

পরবর্তীতে কংগ্রেস মুখপাত্র পবন খেরাকে অন্তর্বর্তী জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। তার বিরুদ্ধে বেশ কয়েকটি এফআইআর একসঙ্গে নথিভুক্ত করার জন্য আদালত অসম এবং উত্তরপ্রদেশ সরকারের কাছে জবাব চেয়েছে     

আগামী ২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি রাইপুরে কংগ্রেসের তিনদিনের পূর্ণাঙ্গ অধিবেশন হবে। কিন্তু তার আগে ছত্তিশগড়ের রাইপুরে সম্প্রতি ছয় কংগ্রেস নেতার বাসায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ‘ইডি’ তল্লাশি অভিযান চালিয়েছে। কয়লা সংক্রান্ত   দুর্নীতির অভিযোগে রাইপুর এবং ভিলাইয়ের ১২টি জায়গায় তল্লাশি চালানো হয়। ৬০ কোটি টাকা লেনদেনের অভিযোগে ইডির ওই অভিযান বলে খবর।  বিষয়টিকে কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকারের প্রতিহিংসার রাজনীতি হিসেবে দেখছে কংগ্রেস দল। গত (সোমবার) কার্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারি দিয়ে  দলের দুই মুখপাত্র জয়রাম রমেশ এবং পবন খেরা বলেন, ‘ভুলে যাবেন না, আমরাও একদিন ক্ষমতায় আসব। ২০২৪ সালে লোকসভা নির্বাচন। তার আগে চলতি বছরেও নির্বাচনআছে। হাওয়া বদলাচ্ছে কিন্তু।’যত বেশি হামলা করবে, ততই আমরা আক্রমণাত্মক হব বলেও মন্তব্য করেন কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ।

-পার্সটুডে