| |
               

মূল পাতা সারাদেশ মহানগর ‘সমাজ সংস্কারে খেলাফত মজলিসের দায়িত্বশীলদের এগিয়ে আসতে হবে’


খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি নেহাল আহমদ ও সাধারণ সম্পাদক দিলওয়ার হোসাইন

‘সমাজ সংস্কারে খেলাফত মজলিসের দায়িত্বশীলদের এগিয়ে আসতে হবে’


রহমত নিউজ ডেস্ক     16 February, 2023     10:38 PM    


খেলাফত মজলিসের মহাসচিব প্রফেসর ড. আহমেদ আবদুল কাদের বলেছেন, দ্বন্দ্বমুখর এই পৃথিবীতে অশান্তির দাবানল চলছে। পরিবার,  সমাজ, রাষ্ট্র, সর্বত্র অশান্তির দাবানল চলছে দাউ দাউ করে। এই দাবানল যদি নেভাতে হয়, অনুসরণ করতে হবে আল-কুরআনুল কারিমের দেখানো পথকে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী সাজাতে হবে প্রতিটি জীবনকে। সমাজব্যবস্থাকে ইসলামি সভ্যতায় ও খেলাফত রাষ্ট্রব্যবস্থায় সাজাতে হবে। আর ইসলামি সভ্যতা ও সমাজ সংস্কারে খেলাফত মজলিসের দায়িত্বশীলদের এগিয়ে আসতে হবে। 

আজ (১৬ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সিলেট শহরের একটি অভিজাত হোটেলে খেলাফত মজলিস সিলেট জেলা শাখা আয়োজিত মজলিসে শুরার সাধারণ অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  শাখা সভাপতি মাওলানা মুশাহিদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব ডা. আবু তাওসিফ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শামছুজ্জামান চৌধুরী, কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মুহিবুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ মো. আবদুল হান্নান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা মুশাহিদ আলি প্রমুখ।

সভায় জেলার শুরা সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৩-২৪ সেশনের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা নেহাল আহমদ ও সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হুসাইন। 

একনজরে খেলাফত মজলিস সিলেট জেলা পূর্ণাঙ্গ কমিটি

সভাপতি  মাওলানা নেহাল আহমদ, সহ-সভাপতি ডা. শাহিদ আহমদ, মাওলানা শামছুদ্দিন মুহাম্মদ ইলিয়াছ, অধ্যাপক মুহাম্মদ ফজর আলী, মাওলানা মুখলিছুর রহমান, মো. শামছুল ইসলাম, মাওলানা সৈয়দ আলী আসগর।

সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ওলীউর রহমান, মাওলানা আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আবদুল ওয়াদুদ, হাফিজ মাওলানা শিব্বির আহমদ, হাফিজ ছইদুর রহমান চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নুরুল হক, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবদুল্লাহ আল হাদী, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবদুল্লাহ আল মামুন।

বায়তুলমাল সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, অফিস ও প্রচার সম্পাদক হাফিজ মাওলানা ছানাওর হোসাইন, উলামা বিষয়ক সম্পাদক মাওলানা সালেহ নজীব আল আইয়ুবী, শিক্ষা বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহাদাত হোসাইন, শ্রম বিষয়ক সম্পাদক মুহাম্মদ আবদুল কাইয়ূম, যুব বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা আহমদ মাহফুজ আদনান, দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা সালেহ আহমদ,

সদস্য মাওলানা আবদুল মুছাব্বির, মাওলানা আবদুস সালাম, মাওলানা কে এম রফিকুজ্জামান, আলিমা রুশনা আকতার।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: সিলেট