| |
               

মূল পাতা সারাদেশ মহানগর ‘খেলাফত শাসনব্যবস্থা কায়েমের আহবান ঘরে ঘরে পৌঁছে দিতে হবে’


‘খেলাফত শাসনব্যবস্থা কায়েমের আহবান ঘরে ঘরে পৌঁছে দিতে হবে’


রহমত নিউজ ডেস্ক     16 February, 2023     05:50 PM    


বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, দুর্নীতি ও শোষণমুক্ত সমাজ গঠনে খেলাফত শাসনব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই। বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠাতা হযরত মোহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর রাহমাতুল্লাহি আলাইহির রাজনীতিতে পদার্পণ ও প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ ছিল দূর্নীতি, সন্ত্রাস, শোষণ, শাসকশ্রেণীর স্বেচ্ছাচারিতা, সর্বোপরি অনৈসলামিক কর্মকান্ডের বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হওয়ার ন্যায়। হাফেজ্জী হুজুর রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন একজন যুগশ্রেষ্ঠ বুজুর্গ এবং ওলীয়ে কামেল। তিনি ছিলেন দিনের বেলায় রাজপথে খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনের সিপাহসালার এবং রাতের বেলায় আল্লাহর দরবারে দণ্ডায়মান ইবাদতগোজার। ফলে অল্প সময়েই খেলাফত প্রতিষ্ঠার পক্ষে এদেশে গণজোয়ার তৈরি হয়েছিল। তাঁর পদাংক অনুসরণের মাধ্যমে ঘরে ঘরে খেলাফত শাসনব্যবস্থা প্রতিষ্ঠার আহবান পুনরায় বেগবান করতে হবে এবং এই দাওয়াত দেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

আজ (১৬ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকাল ৮ টায় কামরাঙ্গীরচরস্থ মারকাজুল খেলাফত জামিয়া নূরিয়া ইসলামিয়ায় খেলাফত আন্দোলন ঢাকা মহানগর নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খেলাফত আন্দোলনের নায়েবে আমীর ও ঢাকা মহানগর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী ও যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, উপদেষ্টা অ্যাডভোকেট লিটন চৌধুরী, মহানগর নায়েবে আমীর মাওলানা ফিরোজ আশরাফি, মাওলানা মাহবুবুর রহমান, মুফতি আখতারুজ্জামান আশরাফি, সাধারণ সম্পাদক মোফাচ্ছির হোসাইন, যুগ্ম সম্পাদক মুফতি আফম আকরাম হোসাইন, মুফতি আল-আমীন, সাংগঠনিক সম্পাদক মুফতী আবুল হাসান কাসেমী, মাওলানা তালহা জোবায়ের, মুফতী জসীম উদ্দীন, মাওলানা মোফাজ্জল হোসাইন, মাওলানা জাফর আহমাদ, মুফতী মাহফুজুর রহমান, মুফতি আবু বকর,  শফিকুল ইসলাম, আব্দুর রব প্রমূখ।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা