রহমত নিউজ ডেস্ক 13 February, 2023 07:32 PM
কক্সবাজার এবং ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয়দের জন্য ৫.৭ মিলিয়ন ডলার সহায়তা প্রকল্প স্বাক্ষর করেছে জাপান সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি ও বাংলাদেশ আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মিশন প্রধান আবদুসাত্তর এসয়েভ যার যার পক্ষে প্রকল্পটি স্বাক্ষর করেন।
আইওএমের ঢাকা অফিস জানায়, এ সহায়তা প্রকল্প আইওএম বাংলাদেশের কক্সবাজার ও ভাসানচরে ঝুঁকিপূর্ণ রোহিঙ্গা ও আশ্রয়দাতা সম্প্রদায়ের জীবন রক্ষাকারী সহায়তা প্রদান অব্যাহত রাখতে সক্ষম হবে। এ সহায়তা রোহিঙ্গাদের ভালো বাসস্থান ও সুরক্ষা প্রদানে সহায়তা রাখবে।