মূল পাতা স্বাস্থ্য করোনাভাইরাস বিশ্বব্যাপী করোনায় আরও ৭৮০ জনের মৃত্যু
রহমত নিউজ 11 February, 2023 10:24 AM
করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৭৮০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২১ হাজার ৮৬৮ জন।
শনিবার (১১ ফেব্রুয়ারি) করোনার হিসেব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত জাপানে। দেশটিতে শনাক্ত হয়েছেন ২৮ হাজার ৬১৫ জন এবং মারা গেছেন ১৯২ জন।
এ ছাড়া যুক্তরাষ্ট্রে মারা গেছেন ১৫৯ জন এবং আক্রান্ত হয়েছেন ১২ হাজার ১০৭ জন। তাইওয়ান মৃত্যু ৭০ জন এবং আক্রান্ত ১৯ হাজার ৬২৯। মেক্সিকোতে মৃত্যু ৫৯ জন এবং আক্রান্ত ৫ হাজার ১০৭ জন। ব্রাজিলে মৃত্যু ৪২ জন এবং আক্রান্ত ১২ হাজার ৭১৬।
বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৭২ লাখ ৭৯ হাজার ১৮৪ জন। এরমধ্যে মারা গেছেন ৬৭ লাখ ৮০ হাজার ৬৩৪ জন। সুস্থ হয়েছেন ৬৪ কোটি ৯৮ লাখ ২৯ হাজার ৮৭৯ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।