রহমত নিউজ ডেস্ক 09 February, 2023 08:00 PM
“জাতীয় শিক্ষা সংকট ও বিতর্কিত শিক্ষাক্রম ২০২৩: উত্তরণের উপায়” শীর্ষক সেমিনারের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস।
আগামীকাল (১০ ফেব্রুয়ারি) শুক্রবার, সকাল ১০টায় রাজধানীর তোপখানা রোডস্থ ঢাকা রিপোটার্স ইউনিটিতে এ সেমিনার অনুষ্ঠিত হবে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, খেলাফত মজলিসের আমীর অধ্যাপক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী।
সেমিনারের সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, ঢাকা সিটি কলেজের সাবেক অধ্যাপক অধ্যাপক মোহাম্মদ খালেকুজ্জামান, খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, গবেষক ও বিশ্লেষক অধ্যাপক কাজী মিনহাজুল আলম।
প্যানেল আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক এম মুজাহিদুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুম, বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট এ কে এম বদরুদ্দোজা, লেখক ও গবেষক মূসা আল হাফিজ।
প্রবন্ধ উপস্থাপন করবেন, লেখক, গবেষক ও সংগঠনের সাবেক সভাপতি ড. মোস্তাফিজুর রহমান ফয়সল। সভাপতিত্ব করবেন, সংগঠনের সভাপতি বিলাল আহমদ চৌধুরী।