| |
               

মূল পাতা রাজনীতি আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের কোনো সম্ভাবনা নেই : তোফায়েল আহমেদ


তত্ত্বাবধায়ক সরকারের কোনো সম্ভাবনা নেই : তোফায়েল আহমেদ


রহমত নিউজ     04 February, 2023     04:28 PM    


আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, নির্বাচন হবে সংবিধান অনুসারে। তত্ত্বাবধায়ক সরকারের কোনো সম্ভাবনা নেই। বিএনপি ১০ দফা দাবি আদায়ের জন্য যে আন্দোলন করছে তা অবাস্তব ও ভিত্তিহীন

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ভোলার কাচিয়ার পরানগঞ্জ, পাকার মাথা ও ইলিশা জংশনসহ বেশ কয়েকটি স্থানে পথসভায় এসব কথা বলেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ দলীয় নেতাকর্মীরা।

তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশে আর কোনোদিন তত্ত্বাবধায়ক সরকার হবে না, বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে। আওয়ামী লীগ সরকারের সময়ে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে, তা ইতিহাসে বিরল। এ দেশ আন্তর্জাতিক বিশ্বে উন্নয়ন ও মর্যাদাশীল দেশে পরিণত হয়েছে।

উল্লেখ্য, সংসদ সদস্য ও জাতীয় নেতা তোফায়েল আহমেদ পাঁচ দিনের সফরে তার নির্বাচনী এলাকা ভোলায় আসেন। এ সময় এলাকার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন, নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও পথসভা করে ব্যস্ত সময় পার করছেন তিনি।