| |
               

মূল পাতা রাজনীতি মুফতী শহীদের খেদমত জাতি যুগযুগ ধরে স্মরণ রাখবে: আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী


মুফতী শহীদের খেদমত জাতি যুগযুগ ধরে স্মরণ রাখবে: আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী


রহমত নিউজ     27 January, 2023     11:16 AM    


বহুমুখী সেবামূলক প্রতিষ্ঠান আল  মারকাজুল  ইসলামীর চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মুফতী শহীদুল ইসলামের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী।

শুক্রবার (২৭ জানুয়ারি) এক শোক বার্তায় তিনি বলেন, মুফতী শহীদুল ইসলামের মতো একজন মানবকল্যাণকামী জনদরদী প্রতিভাবান আলেমের ইন্তেকালে দেশব্যাপী শোকের ছায়া নেমে এসেছে। তার খেদমত ও পরপকারিতা জাতি যুগযুগ ধরে স্মরণ রাখবে। আল্লাহ তায়ালা মরহুমের সকল খিদমাতকে কবুল করুন।

আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী  মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন এবং তার পরিবার ও ভক্ত অনুরাগীদেরকে সবরে জামীল দান করুন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে বারোটায় মুফতী শহীদুল ইসলাম ইন্তিকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়ে ছিলো ৬৩ বছর। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস, প্রেসারসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।

রাত রাত দুইটার সময় আল মারকাজুল ইসলামী ‘র ফেসবুক পেজের এক পোস্টে জানানো হয়, মুফতী শহিদুল ইসলাম ইন্তেকাল করেছেন।