| |
               

মূল পাতা জাতীয় শিগগিরই মালয়েশিয়ান প্রবাসী মন্ত্রী বাংলাদেশে আসবেন : কর্মসংস্থানমন্ত্রী


শিগগিরই মালয়েশিয়ান প্রবাসী মন্ত্রী বাংলাদেশে আসবেন : কর্মসংস্থানমন্ত্রী


রহমত নিউজ ডেস্ক     26 January, 2023     05:23 PM    


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ বলেছেন, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে যাওয়ার জন্য অনেকে দালালদের খপ্পরে পড়ে। কেউ যাতে এই হয়রানির শিকার না হয়, সে ব্যাপারে সচেতন থাকতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দিষ্ট টাকার বাইরে অনেক এজেন্সি বেশি টাকা নেয়। প্রবাসে যেতে সাধারণ মানুষ সর্বস্বান্ত হয়ে যায়। এটা বন্ধ করতে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। অনেকে পাসপোর্টে ভুল তথ্য দেন। এ কারণে পরবর্তীতে বিদেশে গিয়ে সমস্যায় পড়েন। এটার জন্য বিশেষ নজরদারি দিতে হবে ডিসিদের। মালয়েশিয়ায় যেতে এখন আড়াই লাখ থেকে সাড়ে তিন লাখ টাকা লেগে যায়, এটা অনেক বেশি। শিগগিরই মালয়েশিয়ান প্রবাসী মন্ত্রী আসবেন বাংলাদেশে। এই টাকা কমানোর জন্য তার সঙ্গে আলোচনা হবে।

আজ (২৬ জানুয়ারি) বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা প্রশাসকদের (ডিসি) তিন দিনব্যাপী বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনে উপস্থিত আছেন ৬৪ জেলার ডিসি ও আট বিভাগীয় কমিশনার। সম্মেলনের বিভিন্ন সেশনে উপস্থিত হয়েছেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সংশ্লিষ্ট সচিব। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে বর্তমান ডিসিদের এটা শেষ সম্মেলন।