| |
               

মূল পাতা সারাদেশ জেলা পৌর মেয়রের দুর্নীতির অভিযোগ তুলে ৫ কাউন্সিলরের সংবাদ সম্মেলন


পৌর মেয়রের দুর্নীতির অভিযোগ তুলে ৫ কাউন্সিলরের সংবাদ সম্মেলন


রহমত নিউজ ডেস্ক     25 January, 2023     06:58 PM    


সাত কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলে রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে কাউন্সিলররা।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে পাঁচ কাউন্সিলর রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর একরামুল হক, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাবের আলী মণ্ডল, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল হাফিজ, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসলাম হোসেন।

সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন, কেশরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাবুল আক্তার। তাদের অভিযোগ, মেয়র এডিপি থেকে বরাদ্দ ৮৬ লাখ টাকা উন্নয়ন ব্যয় না করে আত্মসাৎ করেছেন। সরকারের বিশেষ বরাদ্দ, পৌরহাট, পৌর সুপার মার্কেটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ইজারা ও রাজস্ব থেকে আদায় করা সাড়ে চার কোটি টাকা সরকারি তহবিলে জমা না দিয়ে ডুপ্লেক্স বাড়ি বানিয়েছেন। কাউন্সিলররা এর আগে জেলা, বিভাগীয় প্রশাসন ও মন্ত্রণালয়ে মেয়রের বিরুদ্ধে ছয়টি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ বলেন, এসব ভিত্তিহীন অভিযোগ। যারা এসব অভিযোগ করেছে তারা কখনো আওয়ামী লীগ করেনি। তাদের বিরুদ্ধেও অনেক অভিযোগ রয়েছে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: রাজশাহী রাজশাহী মোহনপুর