| |
               

মূল পাতা জাতীয় সরকারি ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে সৌর বিদ্যুৎ স্থাপনের নির্দেশ


নসরুল হামিদ (ফাইল ছবি)

সরকারি ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে সৌর বিদ্যুৎ স্থাপনের নির্দেশ


রহমত নিউজ     24 January, 2023     06:34 PM    


বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, এ বছর সরকারের জন্য বড় একটি চ্যালেঞ্জ বিদ্যুৎ ও জ্বালানি বিষয় নিয়ে। তাই জেলা এবং উপজেলা পর্যায়ে বিদ্যুৎ এবং জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে ডিসিদের নির্দেশনা দেয়া হয়েছে।  

মঙ্গলবার (২৪ জানুয়ারি) জেলা প্রশাসকদের সাথে বৈঠক শেষে এসব বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, সামনে সেচ মৌসুমে যাতে কৃষি কাজে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যায় সে ব্যাপারে কাজ করতে নির্দেশনা দেয়া হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, সরকারি দপ্তরের কাছে বিদ্যুৎ এর যেসব পাওনা আছে সেগুলো দ্রুত আদায়ের জন্য ডিসিদের নির্দেশনা দেয়া হয়েছে। প্রত্যেকটি সরকারি ভবন এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে সৌর বিদ্যুৎ স্থাপনের জন্য নির্দেশ দেয়া হয়েছে ডিসিদের।