ওসমান হারুনী 24 January, 2023 09:01 PM
পরিবেশ দূষণের দায়ে জামালপুর সদরের ১২টি ইটভাটাকে মোট ৫৯ লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। জানা গেছে, মঙ্গলবার (২৪ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তর, জামালপুর জেলা কার্যালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের এর উপ পরিচালক ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ মহোদয়ের নেতৃত্বে জামালপুর জেলার জামালপুর সদরের ইটভাটা গুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় পরিবেশ দূষণের অপরাধে সদর উপজেলার মেসার্স স্টার ব্রিক্স ৫ লক্ষ,মেসার্স রুপালি ব্রিক্স ৫ লক্ষ,মেসার্স কাকলী ব্রিক্স ৬ লক্ষ,মেসার্স আনোয়ার ব্রিক্স ৩ লক্ষ, মেসার্স আজিম ব্রিক্স ৫ লক্ষ, মেসার্স স্টার-১ ব্রিক্স ৬ লক্ষ,মেসার্স কিং ব্রিক্স ৬ লক্ষ, মেসার্স জীবন ব্রিক্স ৫ লক্ষ, মেসার্স আদর্শ ব্রিক্স ৬ লক্ষ, মেসার্স সততা-২ ব্রিক্স ৪ লক্ষ মেসার্স সততা ব্রিক্স ৪ লক্ষ এবং মেসার্স বি.এস. ব্রিক্স ৪ লক্ষ টাকাসহ মোট ৫৯ লক্ষ টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষনিক আদায় করা হয়। এছাড়াও ইটভাটাগুলোর মধ্যে কাকলী ব্রিকস নামক ইটভাটার কিলন ভেঙ্গে ফেলা হয় এবং বন্ধের নির্দেশনা প্রদান করা হয় এবং ইটভাটায় জ্বালানি হিসেবে কয়লার পরিবর্তে কাঠ বা বন কাঠ ব্যবহার না করার নির্দেশনা প্রদান করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুদ রানা।
মোবাইল কোর্টের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সহায়তা করেন জামালপুর জেলা পুলিশ। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুদ রানা।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ময়মনসিংহ জামালপুর জামালপুর সদর