রহমত নিউজ 23 January, 2023 03:33 PM
সুইডেনের রাজধানী স্টকহোমে তুরস্কের দূতাবাসের সামনে এক উগ্র ডানপন্থী কর্মীর পবিত্র কোরআন অবমাননার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
রোববার (২২ জানুয়ারি) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাকস্বাধীনতার আড়ালে সারা বিশ্বের মুসলমানদের পবিত্র মূল্যবোধের অবমাননার ঘটনায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করে।
ইসলাম শান্তি ও সহনশীলতার ধর্ম উল্লেখ করে মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশ বিশ্বাস করে যে কোনো পরিস্থিতিতেই ধর্মের স্বাধীনতাকে সমুন্নত রাখতে হবে এবং সম্মান করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে বাংলাদেশ সংশ্লিষ্ট সকলকে অযৌক্তিক উস্কানি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, শনিবার (২১ জানুয়ারি) সুইডেনের উগ্র ডানপন্থি রাজনৈতিক দল হার্ড লাইনের বিতর্কিত নেতা রাসমুস পালুদান পুলিশি নিরাপত্তার মধ্যে দাঁড়িয়ে কোরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেন। এর আগে প্রায় এক ঘণ্টা ইসলাম ধর্ম ও সুইডেনের অভিবাসন ব্যবস্থাকে আক্রমণ করে বক্তব্য রাখেন তিনি।