| |
               

মূল পাতা সাহিত্য জাতীয় লেখক পরিষদের গুণীজন সম্মাননা ও লেখক সম্মেলন অনুষ্ঠিত


জাতীয় লেখক পরিষদের গুণীজন সম্মাননা ও লেখক সম্মেলন অনুষ্ঠিত


রহমত নিউজ     20 January, 2023     10:40 PM    


জাতীয় লেখক পরিষদের গুণীজন সম্মাননা ও লেখক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 আজ (২০ জানুয়ারি) শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 
জাতীয় লেখক পরিষদের সভাপতি ড. শহীদুল ইসলাম ফারুকীর সভাপতিত্বে মাইনুদ্দীন ওয়াদুদ ও মাহমুদুল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন দৈনিক নয়া দিগন্তের সহসম্পাদক মাওলানা লিয়াকত আলী, মাওলানা যুলফিকার আলী নদভী, মাসিক মদীনা সম্পাদক ড. আহমদ বদরুদ্দীন খান, জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিউদ্দীন কাসেম, মাসিক আদর্শ নারীর সম্পাদক মুফতি আবুল হাসান শামসাবাদী, জাতির ইমাম পরিষদ বাংলাদেশের চেয়ারম্যান মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া, মাসিক সংস্কার সম্পাদক ড. ইসমাইল হোসাইন, অভিভাবক পরিষদ সদস্য মাওলানা কামরুল হাসান রাহমানী, লেখক- সম্পাদক মনযূর আহমদ, লেখক সংগঠক মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, ইনসাফ সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকার, লেখক-অনুবাদক মাওলানা আব্দুল্লাহ আল ফারুক, মাওলানা শরাফত হোসাইন নদভী, বিশিষ্ট রাজনীতিবিদ ও সাবেক ছাত্রনেতা মুফতি রেদওয়ানুল বারী সিরাজী, দৈনিক নয়া দিগন্ত সাব এডিটর মাওলানা মুহাম্মদ ফয়জুল্লাহ, দাবানলের প্রধান পরিচালক কাউসার আহমদ সুহাইল, বাবুবাজার ব্রিজ সংলগ্ন জামে মসজিদের খতিব মুফতি সালমান আহমদ, দৈনিক যুগান্তরের সহসম্পাদক তোফায়েল গাজালী, লেখক শামসীর হারুনুর রশিদ (সিলেট), উত্তরা মাদরাসাতু তারবিয়াহর মুহতামিম মুফতি আনিসুর রহমান, লেখক সম্পাদক হাসিব রহমান,লেখক-সম্পাদক সুহাইল আহমদ, দৈনিক নয়া দিগন্তের সহ-সম্পাদক বেলায়েত হোসাইন, লেখক মোহাম্মদ আলী জাওহার, মাসুম আব্দুল্লাহ, গল্পকার সাখাওয়াত হোসাইন, আহমাদুল হক উমামা, লেখক-সম্পাদক আহমদ ইসলামাবাদী, জামিল সিদ্দিকী, আ স ম আল আমীন, আমিন মুনশি, লেখক মুফতি মোহাম্মদ আশরাফ আলী প্রমুখ।

গুণীজন সম্মাননা ও লেখক সম্মেলনে তিন লেখক কে সম্মাননা প্রদান করা হয়-তারা হলেন মাওলানা আব্দুল্লাহ বিন সাঈদ জালালাবাদী, মাওলানা মুহাম্মদ সালমান ও মাওলানা আব্দুর রহীম ইসলামাবাদী।

আরো উপস্থিত ছিলেন জাতীয় লেখক পরিষদের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ শামছুল হুদা, সহ-সভাপতি মুফতি শাঈখ মুহাম্মাদ উছমান গনী, মুফতি ইমরানুল বারী সিরাজী, মুফতি খন্দকার মুজাম্মিল হক, সাধারণ সম্পাদক আবদুল গাফফার, সহসাধারণ সম্পাদক মুহাম্মদ রুহুল আমীন নগরী, মাওলানা কামালুদ্দীন ফারুকী, মুহাম্মদ ইশতিয়াক সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক হাফিজুল হক ফাইয়াজ, সহ অর্থ সম্পাদক মুফতি এহসানুল হক, আইন বিষয়ক সম্পাদক মুফতি আল আমীন, প্রশিক্ষণ সম্পাদক মুহিম ইমতিয়াজ, তথ্য প্রযুক্তি সম্পাদক আবু সুফিয়ান মানসুর, পাঠাগার সম্পাদক আহমদ শফী আশরাফী, নির্বাহী সদস্য মুফতি মুজিবুর রহমান, রফিকুল ইসলাম আইনী, নূর হোসাইন ও মুহাম্মদ সাইদুল ইসলাম প্রমুখ। সম্মেলনে আগত লেখকদের মধ্যে একটি আকর্ষণীয় স্মারকসহ অন্যান্য গিফট সামগ্রী প্রদান করা হয়।