মূল পাতা শিক্ষাঙ্গন বেফাকের ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষার সময়সূচি প্রকাশ
জামিল আহমদ 19 January, 2023 01:17 PM
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষার বালিক ও বালিকা মাদরাসার সময়সূচি প্রকাশ করেছে।
আজ (১৯ জানুয়ারী) বেফাকের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মুফতী আমিনুল হক স্বাক্ষরিত বেফাকের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে এই সময়সূচি প্রকাশ করা হয়।
প্রকাশিত সময়সূচিতে দেখা যায়, ১. আরবি তারিখের সাথে ইংরেজি তারিখের অমিল দেখা দিলে ইংরেজি তারিখই চূড়ান্ত বিবেচিত হবে। সুতরাং ২২ ফেব্রুয়ারি বুধবার হতেই ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষা আরম্ভ হবে। ইনশাআল্লাহ । ২.পরীক্ষা প্রতিদিন সকাল ৯:০০ (নয়টা) হতে ১২:৩০ (সাড়ে বারোটা) পর্যন্ত চলবে। ৩. ৩ শাবান ২৪ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৮:০০ (আটটা) থেকে ১১:৩০ (সাড়ে এগারোটা) পর্যন্ত পরীক্ষা চলবে। ৪. ইবতিদাইয়্যাহর নাযিরা ক্বিরাআতের পরীক্ষা প্রধান নেগরান ও সহকারী নেগরানের দায়িত্বে থাকবে। ৫. ৬ শাবান ২৭ ফেব্রুয়ারি সোমবার ইবতিদাইয়্যাহ-এর নাযিরা ক্বিরাআতের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৬. পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষার হলে আসন গ্রহণ করতে হবে।