রহমত নিউজ 18 January, 2023 08:37 PM
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নতুন বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা পাঁচজনে দাঁড়িয়েছে। একই সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ জন।
বুধবার (১৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, নতুন ভর্তি হওয়া ১৪ রোগীর মধ্যে ঢাকার হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন ৮ জন ও ঢাকার বাইরে ৬ জন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হলেন ৪৩৮ জন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ২০৯ জন, ঢাকার বাইরে ২২৯ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৮০ ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকায় চিকিৎসা নিচ্ছেন ৩৯ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালে ৪১ জন।