রহমত নিউজ 16 January, 2023 09:24 AM
মসজিদের বয়ানে খাদ্যে ভেজাল, মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস নিয়ে কথা বলতে ইমামদের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৬ জানুয়ারি) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ অনুরোধ জানান।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের সন্তানরা যেন মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদে না জড়ায়, সেজন্য মসজিদের ইমামরা এর কুফল তুলে ধরবেন।
তিনি বলেন, ধর্ম নিয়ে কেউ যাতে কাউকে বিভ্রান্ত করতে না পারে ও মানুষের মধ্যে যাতে ধর্মীয় ও মানবিক মূল্যবোধ তৈরি হয়, এসব বিষয়েও ইমামদের তুলেধরবেন।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সবসময় ইসলামের খেদমত করে। বঙ্গবন্ধুও ইসলামের খেদমতে অনেক অবদান রেখে গেছেন।
তিনি বলেন, এদেশে প্রতিটি মানুষ যেন নিরাপদে তাদের ধর্ম পালন করতে পারে, এটাই ইসলামের শিক্ষা। সরকারও এ বিষয়ে সচেতন রয়েছে।