রহমত নিউজ 13 January, 2023 05:52 PM
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ জন। শুক্রবার (১৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে চারজন ঢাকায় এবং ছয়জন ঢাকার বাইরের। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১২৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
চলতি বছরের এখন পর্যন্ত ৩৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৪১ জন। মারা গেছেন দুইজন।
উল্লেখ্য, ২০২২ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জনের মৃত্যু হয়। সুস্থ হয়েছিলেন ৬১ হাজার ৭৬৩ জন।