| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব অযৌক্তিক : আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী


বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব অযৌক্তিক : আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী


রহমত নিউজ ডেস্ক     10 January, 2023     10:34 PM    


বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি কর্তৃক গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ দশমিক ৪৩ শতাংশ বৃদ্ধির সুপারিশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত  আন্দোলন প্রধান আমীরে শরীয়ত আল্লামা আতাউল্লাহ হাফিজ্জী।

আজ (১০ জানুয়ারি) মঙ্গলবার প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান। 

আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেন, এমনিতেই নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির কারনে স্বল্প আয়ের মানুষ যারপরনাই  মানবেতর জীবনযাপন করছে। এরপর বারবার জ্বালানি তেল ও বিদ্যুৎের মূল্য বৃদ্ধির ফলে সর্বত্র এর প্রভাব পড়ছে। বিদ্যুতের দাম বাড়লে বাসা ভাড়াসহ শিল্প ও বাণিজ্যের দামও বাড়বে। এখন আবার বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব সম্পুর্ন অযৌক্তিক। বিদ্যুৎ বিভাগ চরম দুর্নীতি ও লুটপাটের কারণে গ্রাহকদেরকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ বিতরণে ব্যর্থ হচ্ছে। কতিপয় অসৎ কর্মকর্তাদের দুর্নীতি বন্ধ না হলে গ্রাহকগণ তাদের নাগরিক অধিকার থেকে  বঞ্চিতই থেকে যাবে। বিদ্যুৎ খাতের অব্যবস্থাপনা ও দুর্নীতি দূর করা ও গ্রাহক পর্যায়ে দাম না বাড়ানোর জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।