রহমত নিউজ 07 January, 2023 01:29 PM
কুয়াশার তীব্রতার কারণে পদ্মায় মাঝ নদীতে আটকেপড়া তিন ফেরি তীরে ভিড়তে সক্ষম হয়েছে। এতে সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকায় পর পুনরায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
শনিবার (৭ জানুয়ারি) সকাল ১১ টা থেকে ফেরি চলাচল স্বাভাবিকের বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির পাটুরিয়া ফেরিঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল।
তিনি বলেন, সকাল সাড়ে ৭টার দিকে মাঝ পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। বন্ধ থাকায় মাঝ পদ্মা নদীতে আটকে পরে তিনটি ফেরি। কুয়াশার ঘনত্ব কমে আসলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। নদীতে আটকে থাকা ফেরিগুলো তীরে এসে পৌঁছেছে। ফেরিতে থাকা যানবাহনগুলো আনলোড করা হচ্ছে।
তিনি জানান, ফেরি চলাচল বন্ধ থাকায় বেশ কিছু যানবাহন পারাপারের জন্য অপেক্ষায় রয়েছে। এসব যানবাহন নৌপথ পার করা হচ্ছে।