রহমত নিউজ 07 January, 2023 08:00 AM
টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের কামড়ে শিশু ও বৃদ্ধসহ ৫০ জন আহত হয়েছেন। সম্ভাব্য রোগে ভোগার আতঙ্কে সবাই হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা শেষ ভ্যাকসিন নিচ্ছেন।
এলাকাবাসী এবং ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকাল ৩ টা থেকে শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ১০ টা পর্যন্ত ঘাটাইল পৌর এলাকার দক্ষিণপাড়ার মোঃ পান্না মন্ডল, সোনিয়া আক্তার, ও রেড ওয়াটার মিস্ত্রি উত্তম কুমারসহ রতনপুর, খরাবর, উত্তর পাড়া, চান্দশী এবং ঝড়কা এলাকার বিভিন্ন স্থানের ছোট শিশু ও বৃদ্ধসহ ৫০ জনেরও বেশি মানুষকে কামড়েছে এই পাগলা কুকুর। এ নিয়ে পৌর এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে।
পাগলা কুকুরের কামড়ানোর খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর দেখা গেছে, বিভিন্ন মহল্লার লোকজন প্রয়োজনের তাগিদে ঘর থেকে বের হওয়ার সময় হাতে লাঠি-সোটা নিয়ে সতর্কতার সঙ্গে তাদের গন্তব্যে এবং কর্মক্ষেত্রে যাচ্ছেন।
দক্ষিণপাড়া এলাকার মো. উজ্জ্বল বাউলা বলেন, আমি ও পান্না ভাই বাড়ির দিকে যাচ্ছিলাম তখন কুকুরটি কাছে এসে পান্না ভাইকে কামড়ে দেয়। আমি পালিয়ে গিয়ে রক্ষা পেয়েছি। এই ঘটনায় পাগলা কুকুর সন্দেহে একটি একটি কুকুর মেরে ফেলেছে এলাকাবাসী।
এ ব্যাপারে ব্রাহ্মণশাসন ঘাটাইল সরকারি কলেজের সাবেক এজিএস মো. রঞ্জু আহমেদ জানান, তিনি নিজ উদ্যোগে মাইকিং করে এলাকার জনসাধারণকে এই পাগলা কুকুর হতে সাবধানে থাকার জন্য প্রচার চালাচ্ছেন।