| |
               

মূল পাতা রাজনীতি অন্যান্য তাকিয়ে না থেকে সবাইকে প্রতিবাদ করতে হবে : কর্নেল অলি


তাকিয়ে না থেকে সবাইকে প্রতিবাদ করতে হবে : কর্নেল অলি


রহমত নিউজ     07 January, 2023     11:48 AM    


দেশের বর্তমান অবস্থায় একে অপরের দিকে তাকিয়ে না থেকে সবাইকে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)।

শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে রাজধানীতে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় তিনি এ কথা বলেন।

কর্নেল অলি বলেন, দেশে বাকশালী কায়দায় একদলীয় শাসন চলছে। ঘরে-বাইরে কোথাও নাগরিকদের জানমালের নিরাপত্তা নাই।

তিনি বলেন, গেল বছর সারাদেশে রাজনৈতিক সহিংসতায় ৭০ জন নিহত, ৬ হাজার ৯১৪ জন আহত হয়েছেন। এ ছাড়া ১৯ জন বিচারবর্হিভূত হত্যার শিকার হয়েছেন।

এলডিপির এই নেতা বলেন, এভাবে চলতে থাকলে দেশ আইয়ামে জাহেলিয়াতের যুগ প্রবেশ করব। এ অবস্থা থেকে বের হতে হলে জাতীয় ঐক্যের প্রয়োজন। একে অপরের দিকে তাকিয়ে না থেকে সবাইকে প্রতিবাদ করতে হবে।

কর্নেল অলি বলেন, ছাত্ররা দেশকে অনিরাপদ ভেবে বিদেশে পাড়ি জমাচ্ছে। দেশে মেধার মূল্যায়ন না থাকায় তারা দেশে ফিরছেন না। এভাবেই মেধাশূন্য হয়ে দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে।