| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন বুধবার বাবুনগর জামিয়ার ৩দিনব্যাপী শতবার্ষিকী সম্মেলন শুরু


বুধবার বাবুনগর জামিয়ার ৩দিনব্যাপী শতবার্ষিকী সম্মেলন শুরু


রহমত নিউজ ডেস্ক     01 January, 2023     03:05 PM    


দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবনগরের প্রতিষ্ঠার শতবর্ষ উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক ইসলামী সম্মেলন ও দস্তারবন্দী মাহফিল হতে যাচ্ছে আগামী ৪, ৫ ও ৬  জানুয়ারি। এতে দেশ-বিদেশের বিভিন্ন ইসলামী স্কলার,বুদ্ধিজীবী,সাংবাদিক,সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত থাকবেন।

শতবার্ষিকী সম্মেলন সফল করার লক্ষে ইতিমধ্যে সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনদিন ব্যাপী আয়োজনে থাকছে  শতবছরের দাওরা (মাস্টার্স) সম্পন্ন করা ছাত্রদের পাগড়ি প্রদান,আমন্ত্রিত স্কলারদের বক্তব্যসহ বিভিন্ন কর্মসূচি।  জামিয়া কতৃপক্ষ ঐতিহাসিক এ মাহেন্দ্রক্ষণে প্রস্তুত মেহমানদের স্বাগত জানাতে।

জামিয়া সেজেছে নতুনরুপে। সম্মেলন বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য ও মুফতি ইকবাল আজিমপুরী জানিয়েছেন, সম্মেলনে বাংলাদেশসহ উপস্থিত থাকবেন সৌদি আরব, বাহরাইন, কাতার, দুবাই, লিবিয়া, লন্ডন, ভারত ও পাকিস্তানসহ দেশ-বিদেশের অনেক সুপ্রসিদ্ধ ওলামা মাশায়েখ। বিশেষ ভাবে মুহাম্মদ বিন মাতার আস সিহলি,মুফতিউল হারামাইন সৌদিআরব।মাওলানা হানিফ জালান্দরি,মহাসচিব বেফাক পাকিস্তান।শায়খে আবু দাউদ মাওলানা  খুরশেদ হাসান কাসেমী,সাবেক শিক্ষা সচিব দেওবন্দ প্রমূখ উপস্থিত থাকবেন। 

বাবুনগর জামিয়ার প্রতিষ্ঠিত হয়েছিল ১৯২৪ সালে ফটিকছড়ি থানার বাবুনগর গ্রামে। প্রতিষ্ঠাতা আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর অন্যতম প্রতিষ্ঠাতা শাহ সুফি আজিজুর রহমানের ছেলে আরেফে রাব্বানী আল্লামা হারুন বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহি। ছোট্ট মকতব থেকে শুরু হয়ে আজ দেশের প্রথম সারির জামিয়া। এখানে পড়ে অসংখ্য আলেম,মুফতি,মুহাদ্দিস,খতিব,লেখক, বক্তা, রাজনীতিবিদ, সমাজসেবক তৈরি হয়ে দেশ বিদেশে ইসলাম ও মানবতার কল্যানে কাজ করছে।