রহমত নিউজ 01 January, 2023 02:50 PM
দেশে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়ান্টের নতুন উপধরন বিএফ-৭ শনাক্ত হয়েছে। কোয়ারেন্টিনে থাকা চীনা এক নাগরিকের নমুনায় এই উপধরন পাওয়া গেছে। ওই ব্যক্তির নমুনার জিনোম সিকোয়েন্স করে তা নিশ্চিত করেছে রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর।
রোববার (১ জানুয়ারি) দুপুরে ওমিক্রনের উপধরন বিএফ-৭ শনাক্ত হওয়ার কথা নিশ্চিত করেছেন আইইডিসিআর পরিচালক ডা. তাহমিনা শিরীন। তবে আক্রান্ত ব্যক্তি সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন তিনি।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, মহাখালীর ডিএনসিসি হাসপাতালে কোয়ারেন্টিনে থাকা চার চীনা নাগরিকের নমুনার জিনোম সিকোয়েন্স করে একজনের শরীরে বিএফ.৭ শনাক্ত হয়েছে। বাকি তিনজনের মধ্যে দুজনের ওমিক্রন বিএ ৫.২ উপধরন এবং আরেকজনের বিএ ৫.২.১ উপধরন শনাক্ত হয়েছে।