| |
               

মূল পাতা জাতীয় অর্থনীতি দেশের অর্থনীতিকে শক্তিশালী করায় সরকারের বড় চ্যালেঞ্জ: আইনমন্ত্রী


দেশের অর্থনীতিকে শক্তিশালী করায় সরকারের বড় চ্যালেঞ্জ: আইনমন্ত্রী


রহমত নিউজ     01 January, 2023     02:46 PM    


করোনা মহামারি ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ফলে গোটা বিশ্বের অর্থনৈতিক অবস্থা মন্দার দিকে যাচ্ছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। তাই নতুন বছরে সরকারের সামনে বড় চ্যালেঞ্জ দেশের অর্থনীতিকে শক্তিশালী করা। এমন মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

রোববার (১ জানুয়ারি) সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।

আনিসুল হক বলেন, ‘কোভিড এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ভয়াবহতার মুখোমুখি হয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করায় আগামী এক বছরে সরকারের বড় চ্যালেঞ্জ। ’

নির্বাচনের কথা টেনে মন্ত্রী বলেন, ‘২০১৪ ও ২০১৮ সালে দেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে।  আগামী নির্বাচনও সুষ্ঠু হবে। তবে কেউ যদি নিজেদের সিদ্ধান্তে নির্বাচন বর্জন করে সে দায় সরকার নিবে না।

‘শেখ হাসিনার সরকার গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ পরিচালনা করে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আগামী নির্বাচন হোক সেটাই সরকার চায়। তবে নির্বাচনে না এসে কেউ যদি দেশের মানুষের ভোটাধিকার প্রয়োগে বাধা দেয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে আইনশৃঙ্খলা বাহিনী।