| |
               

মূল পাতা জাতীয় মাদকের আগ্রাসন থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে : সমাজকল্যাণমন্ত্রী


মাদকের আগ্রাসন থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে : সমাজকল্যাণমন্ত্রী


রহমত নিউজ ডেস্ক     20 December, 2022     04:24 PM    


খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা বৃদ্ধির মাধ্যমে এ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশের পথ সুগম করার জন্য সবাইকে আহবান জানিয়ে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, মাদকের আগ্রাসন থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে। খেলাধুলা ও সুস্থ বিনোদন চর্চার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে কাজ করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে এ দেশ স্বাধীন করেছেন। সে লক্ষ্য বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফলভাবে কাজ করে যাচ্ছেন। নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর দেশ গড়তে তাদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। লেখার মাধ্যমে সমাজের নানা অসংগতি তুলে ধরলে দেশের উন্নয়নে গতি পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাশা পূরণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে আহ্বান জানান তিনি।

 

আজ (২০ ডিসেম্বর) মঙ্গলবার  রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ালটন হাই-টেক ইন্ড্রাস্টিজ পি এল সির সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)। শেষে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী।