| |
               

মূল পাতা আন্তর্জাতিক এবার সমুদ্র সৈকত থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া 


এবার সমুদ্র সৈকত থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া 


আন্তর্জাতিক ডেস্ক     19 December, 2022     09:27 AM    


সমুদ্র তীরবর্তী অঞ্চল থেকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে উত্তর কোরিয়া। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান। খবর আল জাজিরা

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ জানিয়েছেন, রোববার সকালে উত্তর-পশ্চিমাঞ্চলীয় টংচাং-রি এলাকা থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। ৫০ মিনিটের ব্যবধানে ক্ষেপণাস্ত্র দুটি উৎক্ষেপণ করা হয়। এর বেশিকিছু তিন আর বলেননি। 

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছে। 

মন্ত্রণালয়ের খবরে আরও বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র দুটি ৫৫০ কিলোমিটার উপর দিয়ে ২৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। 

জাপানের ভাইস প্রতিরক্ষামন্ত্রী তোশিরো ইনো বলেছেন, ক্ষেপণাস্ত্রগুলো দেশের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের (ইইজেড) বাইরে ছোড়া হয়েছে। তিনি বলেন, এখন পর্যন্ত ক্ষেপণাস্ত্র থেকে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে প্রেসিডেন্ট কিম জং উন নতুন মিসাইল ইঞ্জিন তদারকি করছিলেন। 

সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়া পারমানবিক শক্তি সম্পন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা চালায়।