| |
               

মূল পাতা সারাদেশ রাজধানী ‘ছাত্র মজলিস মিরপুর জোনের আলোচনা সভা অনুষ্ঠিত’


‘ছাত্র মজলিস মিরপুর জোনের আলোচনা সভা অনুষ্ঠিত’


রহমত নিউজ ডেস্ক     16 December, 2022     04:25 PM    


বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের  অফিস ও প্রচার সম্পাদক হাসান আহমাদ খান বলেন, দীর্ঘ নয় মাসব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে প্রায় দু'লক্ষ মা-বোনের ইজ্জত আর ত্রিশ লক্ষ তাজা প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের এই বিজয়। আত্মত্যাগী যুদ্ধের মধ্য দিয়ে বাঙালি জাতি অর্জন করেছে স্বাধীনতা। এনেছে লাল-সবুজের স্বাধীন পতাকা। লিখিয়েছে পৃথিবীর মানচিত্রে স্বাধীন বাংলাদেশের নাম। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাংলার আকাশে হয় নতুন সূর্যোদয়। পতপত করে উড়তে থাকে লাল সবুজের পতাকা। পাক বাহিনীর হাত থেকে বীর বাঙালি অর্জন করেছিল মহা বিজয় কিন্তু বিজয়ের ৫ দশক পেরিয়ে গেলেও এই জাতি এখনো বিজয়ের প্রকৃত স্বাদ আস্বাদন করতে পারেনি। আজও মহান বিজয়ের কাঙ্খিত লক্ষ্য অর্জনে বারবার ব্যর্থ হচ্ছে দেশ, লজ্জিত হচ্ছে জাতি, অপমানিত হচ্ছে পতাকা। ক্রমশ অনিশ্চয়তার দিকে ধাবমান এই ভূখণ্ডের স্বাধীনতা ও সার্বভৌমত্ব।

আজ (১৬ডিসেম্বর) বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মিরপুর জোনের উদ্যোগে আয়োজিত ‘বিজয়ের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব  কথা বলেন। মিরপুর জোন পরিচালক ও ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি মাহমুদুল হাসান ত্বহার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খেলাফত মজলিস রূপনগর থানা সভাপতি মাওলানা ওলিউল্লাহ। শ্রমিক মজলিস ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মতিউর রহমান। ছাত্র মজলিস মিরপুর থানা সভাপতি আবরার মাযহারীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খেলাফত মজলিস পল্লবী থানা সেক্রেটারি জোবায়ের মাহমুদ, ছাত্র মজলিস পল্লবী থানা সেক্রেটার মেরাজুল হক, রূপনগর থানা বায়তুলমাল সম্পাদক রবিউল ইসলাম প্রমূখ।
 


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা