মূল পাতা আন্তর্জাতিক তামাকের বিজ্ঞাপন, গবেষণাগারে প্রাণী হত্যা নিষিদ্ধ করতে সুইজারল্যান্ডে ভোট
আন্তর্জাতিক ডেস্ক 14 February, 2022 10:27 AM
সব ধরণের তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন নিষিদ্ধ করা এবং গবেষণাগারে প্রাণীর ওপর চিকিৎসা সংক্রান্ত পরীক্ষা চালানো নিষিদ্ধ করার বিষয়ে ভোট দিয়েছে সুইজারল্যান্ডের নাগরিকরা। প্রাণী হত্যার বিরোধীরা যদি ভোটে জিতে যান, সে ক্ষেত্রে সুইজারল্যান্ডই প্রথম দেশ হবে, যেখানে ল্যাবে প্রাণীর ব্যবহার নিষিদ্ধ হবে।
রবিবার (১৩ ফেব্রুয়ারি) এই ভোট অনুষ্ঠিত হয়। সুইজারল্যান্ডের প্রত্যক্ষ গণতন্ত্র ব্যবস্থার অংশ হিসেবে এসব বিষয়ে ও অন্যান্য বিষয়ে ব্যক্তিগতভাবে ভোট নেওয়া হয়। বেশিরভাগ লোক ডাকযোগে অগ্রিম ভোট দেওয়ায় দ্রুত ফলাফল আশা করা হচ্ছে।
সাম্প্রতিক কয়েকটি জরিপের ভিত্তিতে ধারণা করা হচ্ছে যে, সুইজারল্যান্ডের শিথিল তামাক আইন কঠোর করার লক্ষ্যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্যের সব ধরণের বিজ্ঞাপন নিষিদ্ধ করার এই উদ্যোগ পাস হবে।