| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন একাধিক জন্ম নিবন্ধনকারী শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে না


একাধিক জন্ম নিবন্ধনকারী শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে না


রহমত নিউজ ডেস্ক     13 December, 2022     07:45 PM    


শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যেসব শিক্ষার্থী জন্ম নিবন্ধনের নাম কিংবা নম্বর পরিবর্তন করে একাধিক আবেদন করেছে তাদের ভর্তি করা হবে। এ পর্যন্ত পাঁচটি আবেদন পাওয়া গেছে যারা জন্ম নিবন্ধনের নাম এদিক-ওদিক করে ও নম্বর ভিন্ন করে একাধিক আবেদন করেছে। এগুলো যারা করেছেন সবাই ধরা পড়বেন। কারণ ভর্তির সময় জন্ম নিবন্ধন যাচাই করেই ভর্তি করানো হবে। এসব শিক্ষার্থী কোনভাবেই ভর্তি হতে পারবে না।

আজ (১৩ ডিসেম্বর) মঙ্গলবার বিকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বেসরকারি মাধ্যমিক স্কুলগুলোতে ভর্তির ডিজিটাল লটারির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খালেদা আক্তার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. এম. হাবিবুর রহমানসহ শিক্ষা মন্ত্রণালয় ও টেলিটকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আগে প্রতিবছর ভর্তিযুদ্ধ হতো, কোমলমতি শিক্ষার্থীদের যুদ্ধে নামিয়ে দেওয়া হত। একটা শিশু ভর্তি হতে এসেই হতাশ হয়ে যেত। এতে আত্মবিশ্বাস নষ্ট হয়ে যেত। এখন আর সেটা আর হচ্ছে না। মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পর্যায়ে কেউ বাদ যাবে না। কারণ শিক্ষার্থীর থেকে আসন বেশি। এখন মেধার সমতা হবে। কোচিং বাণিজ্য বন্ধ হয়েছে। এতে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হয়েছে। এই লটারি শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তন আনছে। যারা ভালো শিক্ষাপ্রতিষ্ঠান আছে, তাদের এখন সব শিক্ষার্থী—যাদের মেধার তারতম্য রয়েছে তাদের সঠিকভাবে শিক্ষা দিতে হবে। যারা এখনো লটারিতে আসেনি, তাদেরও কিন্তু লটারিতে আনার চেষ্টা চলছে।

উদ্বোধনের আগে কারিগরি সহযোগিতা প্রতিষ্ঠান টেলিটক জানায়, নির্ভুলভাবে লটারির জন্য আমরা ডায়নামিক সফটওয়্যার বানিয়েছি। যার মাধ্যমে স্বচ্ছভাবে লটারি কার্যক্রম পরিচালনা করা সম্ভব। এর যথাযথ কার্যক্রম মূল্যায়ন করে সন্তুষ্টি প্রকাশ করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। চলতি বছর দেশের বেসরকারি বিদ্যালয়ে ৯ লাখ ২৫ হাজার ৭৮০টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে মাত্র ২ লাখ ৬০ হাজার ৯৩৩টি। ফলে বেসরকারি আসন খালি থাকবে ৬ লাখ ৬৪ হাজার ৮৪৭টি। আর সরকারিতে ১ লাখ ৭ হাজার ৮৯০টি শূন্য আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৬ লাখ ২৬ হাজার ৫৯টি। সেই হিসেবে প্রতি আসনে ভর্তি হতে লড়বে ৫ দশমিক ৮ জন শিক্ষার্থী। সরকারি স্কুলের লটারি সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত হয়।

এর আগে, ২০২১ ও ২০২২ সালে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি কার্যক্রম অনলাইন ও লটারির মাধ্যমে করা হয়। তারই ধারাবাহিকতায় ২০২৩ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি (মহানগর, জেলা সদর ও উপজেলা সদর) মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পন্ন করার সিদ্ধান্ত নেয় সরকার। 

ভর্তি ফল জানতে যেকোনো টেলিটক নম্বর থেকে উল্লেখিত ফরম্যাটে বার্তা পাঠান ১৬২২২ নম্বরে :  যেভাবে বার্তা পাঠাবেন GSARESULT USERID Reply: GSA 2023: ইউজার আইডি, XXX, জন্ম নিবন্ধন: XXX, EIIN: XXX, Class XXXX, Shift: XXX, Version:XXX, Status: XXX, এর জন্য নির্বাচিত। এছাড়াও অনলাইনে ফলাফল পেতে এখানে ক্লিক করুন