| |
               

মূল পাতা জাতীয় রোহিঙ্গা সংকট মোকাবেলায় যুক্তরাজ্য আরো ৪.৫ মিলিয়ন পাউন্ড দিবে


রোহিঙ্গা সংকট মোকাবেলায় যুক্তরাজ্য আরো ৪.৫ মিলিয়ন পাউন্ড দিবে


রহমত নিউজ ডেস্ক     11 December, 2022     10:33 PM    


বাংলাদেশে চলমান রোহিঙ্গা সংকট মোকাবেলায় যুক্তরাজ্য আরো ৪.৫ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড দিবে। 

আজ (১১ ডিসেম্বর) রবিবার ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যুক্তরাজ্য ২০১৭ সালের আগস্টে সঙ্কট শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ৩৪৫ মিলিয়ন পাউন্ড দিয়েছে।  ডব্লিউএফপি এর জন্য ৩ মিলিয়ন পাউন্ড এবং ইউনিসেফের জন্য ১.৫ মিলিয়ন পাউন্ড সহ এই ৪.৫ মিলিয়ন পাউন্ড সহায়তা রোহিঙ্গা শরণার্থী এবং কক্সবাজার ও ভাসানচরে আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য খাদ্য, পানি, স্যানিটেশন ও শিশুদের সুরক্ষা প্রদান করবে।

বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য যুক্তরাজ্যের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়ে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেন, যুক্তরাজ্য সঙ্কটের দীর্ঘমেয়াদী সমাধানের জন্য চাপ অব্যাহত রেখেছে যাতে মিয়ানমারে পরিস্থিতি অনুকূল হলে রোহিঙ্গারা নিরাপদে, স্বেচ্ছায় এবং মর্যাদার ভিত্তিতে মিয়ানমারে ফিরে যেতে পারে। যুক্তরাজ্য রোহিঙ্গা শরণার্থী এবং বাংলাদেশে তাদের আশ্রয়দাতা জনগোষ্ঠীকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।