| |
               

মূল পাতা জাতীয় আইন-আদালত ফখরুল-আব্বাসের জামিন শুনানি আগামীকাল


ফখরুল-আব্বাসের জামিন শুনানি আগামীকাল


রহমত নিউজ     11 December, 2022     12:37 PM    


পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগে পল্টন থানায় করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ চারজনের জামিন আবেদনের শুনানির জন্য আগামীকাল (১২ ডিসেম্বর) সোমবার দিন ধার্য করেছেন আদালত।

অপর দুইজন হলেন-বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম।

রোববার (১১ ডিসেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিমের আদালত শুনানির এ দিন ধার্য করেন।

এর আগে, নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষের পরদিন ৮ ডিসেম্বর পল্টন মডেল থানায় দায়ের হওয়া মামলায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাসকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।

পরে শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে তাদের আদালতে নেয়া হয়। তাদের কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ অপরপক্ষে মির্জা ফখরুল ও আব্বাসের আইনজীবীরা জামিন চেয়ে আদালতের কাছে আবেদন করেন। তবে রাষ্ট্র পক্ষ থেকে জামিন আবেদন নাকচ করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তাদের জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।