মূল পাতা আন্তর্জাতিক ফিলিস্তিনিদের অধিকার আদায়ে চীনের চেষ্টা অব্যাহত রাখবে : শি জিনপিং
আন্তর্জাতিক ডেস্ক 09 December, 2022 09:28 PM
ফিলিস্তিনিদের অধিকার আদায়ে চীন তার চেষ্টা অব্যাহত রাখবে বলে জানিয়ে প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় চীন সবধরনের চেষ্টা চালিয়ে যাবে। আমরা সব সময় দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে। ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রতি আমাদের জনগণের সহমর্মিতা রয়েছে।
সৌদি আরবে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে দ্বিরাষ্ট্র সমাধানে ফিলিস্তিনিদের প্রতি সমর্থনের আশ্বাস দেন চীনা প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্য সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সৌদি আরবে চায়না-আরব সামিটে অংশ নেয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন।
তারই অংশ হিসেবে বৃহস্পতিবার রিয়াদে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে আলোচনায় বসেন চীন প্রেসিডেন্ট। দ্বিপক্ষীয় এ বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি ফিলিস্তিনের নিরীহ জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেইজিং সমর্থন অব্যাহত রাখবে বলে জানান শি জিনপিং। এসময় ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় আন্তর্জাতিক পর্যায়ে চীনকে আরো জোরালও পদক্ষেপ নেয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।