রহমত নিউজ ডেস্ক 05 December, 2022 09:54 PM
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠক করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। প্রথম দফায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকের পর এবার দ্বিতীয় দফায় নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে আগামী ৭ ডিসেম্বর বুধবার সকাল ১১টায় এ বৈঠক হবে।
আজ (৫ ডিসেম্বর) সোমবার দুপুর ১২টা থেকে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির দেওয়া প্রস্তাব ও নিজেদের সিদ্ধান্ত গ্রহণ করতে মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশগ্রহণ করেন— বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গণ অধিকার পরিষদের যুগ্ন আহবায়ক মুহম্মদ রাশেদ খান।
মঞ্চের পক্ষে সাকিব আনোয়ার জানান, সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলনের রূপরেখা নিয়ে আলোচনা হয়। এসময় বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের গ্রেফতার, নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান মঞ্চের নেতারা।
এর আগে, গত ১৫ নভেম্বর বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আলোচনা করে গণতন্ত্র মঞ্চ। ওই বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আ স ম রব, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকি, শেখ রফিকুল ইসলাম বাবলুসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপির সূত্র জানায়, বুধবারের বৈঠকে বিএনপির প্রভাবশালী নেতারা অংশগ্রহণ করবেন। সূত্রের দাবি, ইতোমধ্যে বিএনপির পক্ষ থেকে যুগপৎ আন্দোলনের লক্ষ্যে দেওয়া ১০ দফাকে কেন্দ্র করে আলোচনা করেছে গণতন্ত্র মঞ্চ। এই আলোচনায় বিএনপির প্রস্তাবগুলোকে নিয়ে পর্যালোচনা করে আরও কিছু প্রস্তাব যুক্ত করা হয়েছে, যা বিএনপির সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে তোলা হবে।