| |
               

মূল পাতা আন্তর্জাতিক এশিয়া সীমান্তে নজরদারি বাড়াতে সিসি ক্যামেরা বসাচ্ছে ভারত


সীমান্তে নজরদারি বাড়াতে সিসি ক্যামেরা বসাচ্ছে ভারত


আন্তর্জাতিক ডেস্ক     01 December, 2022     06:50 PM    


বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে নজরদারি বাড়াতে প্রায় সাড়ে ৫ হাজার ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। বুধবার (৩০ নভেম্বর) ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) প্রধান পরিচালক পঙ্কজ কুমার সিং এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

তিনি বলেন, সীমান্তে নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন। এ অবস্থায় সিসি ক্যামেরা বসানোর বিকল্প নেই। এরই মধ্যে ওই ক্যামেরা বসাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৩০ কোটি রুপি বরাদ্দ করেছে।

বিএসএফ প্রধান বলেন, সিসিটিভি ক্যামেরাসহ অন্যান্য নজরদারি যন্ত্র সীমান্তের অগ্রবর্তী এলাকায় বসানো হবে। কোন কোন এলাকায় ক্যামেরা বসবে, তা ঠিক করা হচ্ছে।

পঙ্কজ কুমার সিং বলেন, এখন ফাইভ-জি প্রযুক্তি চলে এসেছে। অপরাধের চরিত্রও বদলাচ্ছে। সীমান্ত এলাকায় সাইবার নিরাপত্তা জোরদার করার দিকে সব নিরাপত্তারক্ষী বাহিনী নজর দিচ্ছে। এটা আর এক বড় চ্যালেঞ্জ।