| |
               

মূল পাতা রাজনীতি আওয়ামী লীগ বিএনপির কোনো নেতার রাষ্ট্র পরিচালনার যোগ্যতা নেই: যুবলীগ চেয়ারম্যান


বিএনপির কোনো নেতার রাষ্ট্র পরিচালনার যোগ্যতা নেই: যুবলীগ চেয়ারম্যান


রহমত নিউজ     29 November, 2022     04:53 AM    


যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্‌ পরশ বলেছেন, বিএনপির কোনো নেতার রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা নেই। না আছে খালেদা জিয়ার, না আছে তাঁর গুণধর পুত্র তারেক রহমানের। দক্ষতা নেই বলে আজ তারা এ দেশকে ধ্বংস করার পরিকল্পনা হাতে নিয়েছে। তাই বিদেশিদের হস্তক্ষেপ চায়।

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন। নগরীর পলোগ্রাউন্ড মাঠে আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিতব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফলে এ প্রস্তুতি সভা করেন তিনি।

সভাপতির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান বলেন, যোগ্যতা অর্জন করতে হলে দুর্নীতি পরিহার করতে হবে। এ যোগ্যতা অর্জন করতে হলে রাষ্ট্র পরিচালনায় দক্ষতা থাকতে হয়। দক্ষতা নেই বলে নেতিবাচক রাজনীতির দিকে বিএনপি ধাবমান। অপরদিকে আওয়ামী লীগের সরকার মানুষকে স্বপ্ন দেখিয়ে সেই স্বপ্ন বাস্তবায়নের যোগ্যতা রাখে। এ যোগ্যতা কেবল বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনারই আছে।

তিনি আরও বলেন, এ দেশে নৈরাজ্য সৃষ্টি করে, ভয়ভীতি দেখিয়ে হয়তো তাদের বিদেশি প্রভুদের দৃষ্টি আকর্ষণ করা যাবে। কিন্তু কোনো বিদেশি প্রভুর নির্দেশনা বা হস্তক্ষেপে বাংলাদেশে নির্বাচন হবে না। সরকারেরও পরিবর্তন হবে না।

সভায় আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর শাহিন, মুজিবুর রহমান চৌধুরী নিপন, সাহদাত তসলিম, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বদি ও চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত ব্যারিস্টার শেখ ফজলে নাইম, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, সহিদুল হক রাসেল, কেন্দ্রীয় যুবলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আদিত্য নন্দীসহ অনেকে।