| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল খেলাফত আন্দোলনের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পতাকা উত্তোলন


খেলাফত আন্দোলনের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পতাকা উত্তোলন


রহমত নিউজ ডেস্ক     29 November, 2022     10:08 AM    


বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পতাকা উত্তোলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এতে কালিমার পতাকা উত্তোলন করেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী। জাতীয় পতাকা উত্তোলন করেন মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি ও দলীয় পতাকা উত্তোলন করেন সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মহিউদ্দিন। এসময় প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী দলীয় তারানা পরিবেশন করবেন।

আজ (২৯ নভেম্বর) মঙ্গলবার সকাল ৯ টায় রাজধানীর কামরাঙ্গীরচরস্থ জামিয়া নূরিয়া ইসলামিয়ায় মারকাজুল খেলাফতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্যের পর আমীরে শরীয়তের নসিহত ও মুনাজাতের মাধ্যমে পতাকা উত্তোলন অনুষ্ঠান সমাপ্ত হয়। সকাল ১০ টায় আমীরে শরীয়তের সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলন এবং দুপুর১২ টায় কেন্দ্রীয় কাউন্সিল মাদরাসার নতুন একাডেমিক ভবনের তৃতীয় তলায় হল রুমে অনুষ্ঠিত হবে।

পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী, মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, মাওলানা সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দীন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান নান্নু মুন্সি, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, যুব বিষয়ক সম্পাদক মুফতি আফম আকরাম হোসাইন, কামরাঙ্গীরচর থানা সভাপতি মাওলানা সাজিদুর রহমান ফয়েজী প্রমুখ। শুরুতে কুরআন তিলাওয়াত করেন বাংলাদেশ খেলাফত যুব আন্দোলনের সভাপতি মাওলানা কারী সিদ্দিকুর রহমান।