| |
               

মূল পাতা আন্তর্জাতিক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক ও মেক্সিকো


শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক ও মেক্সিকো


আন্তর্জাতিক ডেস্ক     23 November, 2022     11:18 AM    


তুরস্ক ও মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। পৃথিবীর দুই প্রান্তের এই দুই দেশে হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯ বা তারও বেশি। বুধবার (২৩ নভেম্বর) এ ভূমিকম্পের ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

রয়টার্সের খবরে বলা হয়েছে, বুধবার তুরস্কে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৯। ইউরোপিয়ান-মেডিটেরিনিয়ান সিমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) জানিয়েছে, বুধবার তুরস্কের পশ্চিমাঞ্চলে ৬ মাত্রার ওই ভূমিকম্প আঘাত হানে।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ২ কিলোমিটার (১.২৪ মাইল) গভীরে ছিল বলেও জানিয়েছে ইএমএসসি।

ভূমিকম্পটি ইস্তানবুল থেকে প্রায় ২০০ কিলোমিটার পূর্বে দুজসে প্রদেশের গোলকায়া শহরে কেন্দ্রীভূত হয়েছিল। এটি ইস্তানবুল এবং রাজধানী আঙ্কারায় অনুভূত হয়েছে।

এদিকে উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে মঙ্গলবার ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.২। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপকূলে ৬.২ মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হানে।