| |
               

মূল পাতা জাতীয় আইন-আদালত আগুন সন্ত্রাস কঠোরভাবে মোকাবেলা করবে পুলিশ: আইজিপি


আগুন সন্ত্রাস কঠোরভাবে মোকাবেলা করবে পুলিশ: আইজিপি


রহমত ডেস্ক     23 November, 2022     04:01 PM    


দেশে আবারও আগুন সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করা হলে পুলিশ তা কঠোরভাবে মোকাবেলা করবে বলে জানিয়েছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। তিনি বলেন, মাদকের ব্যাপারে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। পুলিশে চাকরি পেতে হলেও সবার আগে ড্রাগ টেস্টে উত্তীর্ণ হতে হবে। মাদক নির্মূল করতে হলে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে।  

বুধবার (২৩ নভেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরাম আয়োজিত মাদক ও সন্ত্রাসবিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, ঢাকায় জঙ্গি ছিনতায়ের ঘটনায় ৩টি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পেলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিপন্থী কার্যক্রম পুলিশ পেশাদারিত্বের সঙ্গে মোকাবেলা করবে।  

রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ, রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন প্রমুখ।