| |
               

মূল পাতা রাজনীতি বিএনপি হামলা-মামলা করে আন্দোলন দমানো যাবে না : রিজভী


হামলা-মামলা করে আন্দোলন দমানো যাবে না : রিজভী


রহমত ডেস্ক     23 November, 2022     01:04 PM    


হত্যা, হামলা ও মামলা করে জনগণের আন্দোলন দমানো যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আন্দোলনে ভীত সরকার। তারা হত্যা ও নির্যাতনের পথ বেছে নিয়েছে। সাতজনকে গুলি করে হত্যা করা হয়েছে। কিন্তু জনগণ অন্যায়ের বিরুদ্ধে জেগে উঠেছে। সরকারের পতন ছাড়া তারা ঘরে ফিরবে না।

বুধবার (২৩ নভেম্বর) সকালে ঢাকা-মাওয়া মহাসড়কে ছাত্রদল নেতা নয়ন নিহতের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এ কথা বলেন তিনি। এসময় তিনি অবিলম্বে ক্ষমতা ছেড়ে নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান ।

রিজভী বলেন, জনগণের দাবি হলো— সরকারের বিদায়। গণতন্ত্রের মুক্তি। গণতন্ত্রের মা খালেদা জিয়ার মুক্তি।

তিনি বলেন, আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির সমাবেশ হবেই হবে। কোনো বাধাই সমাবেশ ঠেকাতে পারবে না।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপি সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, সিনিয়র সহসভাপতি খন্দকার মাঈনুল ইসলাম বিল্টু, সিনিয়র যুগ্ম সম্পাদক সামশুল ইসলাম প্রমুখ।