মূল পাতা শিক্ষাঙ্গন ২১ নভেম্বর শুরু হচ্ছে ৩১ দিনব্যাপী কেন্দ্রীয় হুফ্ফাজ প্রশিক্ষণ
রহমত নিউজ 19 November, 2022 06:39 AM
উস্তাযুল হুফ্ফাজ শায়খ ক্বারী আব্দুল হক প্রতিষ্ঠিত পরিচালিত শায়খ আব্দুল হক ফাউন্ডেশন বাংলাদেশের ৩১ দিন ব্যাপী কেন্দ্রীয় হুফ্ফাজ প্রশিক্ষণ কোর্স আগামী২১ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। কোর্সটি শেষ হবে ২২ ডিসেম্বর।
ঢাকা, খিলক্ষেত, নিকুঞ্জ ২ টানপাড়া পুরাতন বাজার জামে মসজিদ কমপ্লেক্সে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এতে প্রধান প্রশিক্ষক হিসেবে থাকবেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান উস্তাযুল হুফ্ফাজ ওয়াল কুররা হাফেজ ক্বারী শায়খ আব্দুল হক। এছাড়া প্রশিক্ষক হিসেবে আরও থাকবেন হাফেজ মাওলানা ক্বারী সাঈদুর রহমান (যশোরী হুজুর), মাওলানা ক্বারী আনিসুর রহমান, হাফেজ মাওলানা ক্বারী আবু তাহের গুলজারী, হাফেজ মাওলানা ক্বারী আব্দুল কাদের, হাফেজ ক্বারী এমদাদ উল্লাহ রফিকী, হাফেজ মাওলানা ক্বারী নূরুল আমিন, হাফেজ ক্বারী মুয়াজ্জম হুসাইন ও হাফেজ মাওলানা ক্বারী মাসউদ কায়সার।
শুক্রবার ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক হাফেজ হুজাইফা হকের স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব তথ্য জানা যায়।
বিবৃতিতে বলা হয়, প্রশিক্ষণে আবেদনকারীকে কুরআনে হাফেজ হতে এরকম কোন বাধ্যবাধকতা নেই। হিফজ বিভাগ বা নাযেরা বিভাগে শিক্ষকতায় আগ্রহী হতে হবে। ফাউন্ডেশনের নির্ধারিত ফরম পূরণ ও নির্দিষ্ট ফি প্রদান করে ভর্তি হতে হবে। প্রশিক্ষণ চলাকালীন অন্য কোন প্রশিক্ষণে অংশ গ্রহণ করা যাবে না। প্রশিক্ষনার্থীর দাড়ি, চুল, টুপি, পোষাক-পরিচ্ছেদ সুন্নাত মোতাবেক হতে হবে। প্রশিক্ষণে আবেদনকারীকর বয়স নূন্যতম ১৮ বছর হতে হবে।
জাতীয় পরিচয়পত্র / জন্মনিবন্ধন সনদপত্র / চেয়ারম্যান কর্তৃক সনদপত্রের ফটোকপি আবশ্যক। ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গীন ছবি জমা দিতে হবে। প্রশিক্ষণ চলাকালীন এনড্রোয়েড মোবাইল ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এনড্রোয়েড ফোন অর্থাৎ যে সকল ফোন দ্বারা ইন্টারনেট চলে এমন মোবাইল নিয়ে আসা যাবে না। প্রয়োজনীয় বিছানা (সামনে শীত) মশারী ইত্যাদি সঙ্গে নিয়ে আসতে হবে। ভর্তি ফি ও ৩১ দিন থাকা-খাওয়া বাবদ ৬৭০০/- (ছয় হাজার সাতশত টাকা মাত্র) জমা দিতে হবে।
সার্বিক যোগাযোগ : ০১৩০৩-১৮৩০৫০, ০১৮১০- ০৭৩৮৩২ , ০৯৬৩৮-২১৬২৯৫, ইমেইল : abdulhaquefoundation@gmail.com , ওয়েবসাইট : https://abdulhaquefoundation.org/ , ফেসবুক: https://www.facebook.com/abdulhaquefoundation.org ।