| |
               

মূল পাতা স্বাস্থ্য ডেঙ্গু ৫০ হাজার ছাড়াল ডেঙ্গু রোগী


৫০ হাজার ছাড়াল ডেঙ্গু রোগী


রহমত নিউজ     16 November, 2022     06:13 PM    


ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৫০ হাজার ৭৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৬৪ জন এবং বাইরে ৩০৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে দুই হাজার ৭২৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

চলতি বছরে এখন পর্যন্ত ২১৬ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়া ৫০ হাজার ৭৫৯ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৪৭ হাজার ৮১৪ জন।

উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ২৮ হাজার ৪২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ১০৫ জনের মৃত্যু হয়েছে। গত কয়েক বছরের তুলনায় এ বছর সিটি করপোরেশনকে ডেঙ্গু ভাইরাসের বড় ধরনের প্রাদুর্ভাবের বিষয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তারা পরামর্শ দেন, এডিস মশা নিয়ন্ত্রণে করপোরেশনকে অবিলম্বে ব্যাপক ব্যবস্থা নিতে হবে।