| |
               

মূল পাতা জাতীয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়


দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়


রহমত নিউজ     16 November, 2022     02:28 PM    


বুধবার সকাল ৯টা থেকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং অস্থায়ীভাবে আংশিক আকাশ মেঘলা থাকতে পারে।

ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ (১৬ নভেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ১৫ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১২মিনিটে।

আজ ঢাকার বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সারাদেশের কোথাও বৃষ্টিপাত হয়নি।