রহমত ডেস্ক 15 November, 2022 11:07 AM
ঐতিহ্যবাহী দ্বীনি ও সামাজিক সেবামূলক সংগঠন আল-মাদানী ফাউন্ডেশন বাংলাদেশের ৩দিনব্যাপী ১২তম বার্ষিক আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল (১৬ নভেম্বর) বুধবার বাদ যোহর শুরু হবে। শুক্রবার (১৮ নভেম্বর) রাত সারে এগারোটায় আখেরী মুনাজাতের মাধ্যমে শেষ হবে এ আয়োজন। মুগদা-কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন বিশ্বরােড ট্রাকস্ট্যান্ড মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন জামিয়া কাসিমিয়া শাহী মুরাদাবাদ ভারতের মুহতামিম আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাওলানা সায়্যিদ আশহাদ রশিদী। ভারত দারুল উলুম দেওবন্দের সিনিয়র উস্তাদ ও নাযেমে দারুল ইকামা মুফতী মুনিরুদ্দিন আহমাদ নকশেবন্দী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযােদ্ধা শাজাহান খান এমপি ও পরিবেশ ও বলবায়ু পরিবর্তন দিন সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবের হােসেন চৌধুরী এমপি।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন মুনাযিরে যামান আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ও জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতীব মুফতি রুহুল আমিন, আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারীর মুহতামিম মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া, জামিয়া দারুল উলুম নুরবাগের শায়খুল হাদিস মাওলানা নজরুল ইসলাম কাসেমী। প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন জামিয়া কাসিমিয়া আশরাফুল উলূম সাভারে মুহতামিম মাওলানা জুনায়েদ আল-হাবীব, মারকাযুত তারবিয়াহ বাংলাদেশের পরিচালক মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, জামিয়া ইসলামীয়া সুধন্যপুরে মুহতামিম মুফতী মুশতাকুন্নবী কাসেমী, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
বয়ান করবেন, জামিয়া ইসলামিয়া হারুনিয়া সাভারের শায়খুল হাদী মুফতী হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, জামিয়াতুল মানহাল আল কাওমিয়া উত্তরার মুহতামিম মুফতী কিফায়াতুল্লাহ আযহারী, মারকাযুত ত্বাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকার পরিচালক মুফতী হাবিবুর রহমান মিছবাহ কুয়াকাটা, বার্মিংহাম বিলাল একাডেমি জামে মসজিদের খতীব মাওলানা সালাহ উদ্দীন জাহাঙ্গীর, আশরাফুল ঊলূম মাদরাসা বি-বাড়িয়ার মুহতামিম মাওলানা মেরাজুল হক মাযহারী, জামিয়া কারিমীয়া আরাবিয়া রামপুরার মুহাদ্দিস মুফতী মুহাম্মদ ওয়ালী উল্লাহ, মাদারাসায়ে আশরাফুল ঊলূম কুমিল্লার মুহতামিম মাওলানা আনিছুর রহমান আশরাফী, জামিয়া শরীফিয়া লালবাগের শায়খুল হাদীস মুফতী আরিফ বিন হাবীব, জামিয়া ইসলামিয়া তা’লিমুস সুন্নাহ মুগদার মুহতামিম মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদী, সূত্রাপুর বায়তুল আকবর জামে মসজিদের খতীব মুফতী সাঈদ আহমাদ কলরব, উত্তরা রিয়াজুল জান্নাহ জামে মসজিদের খতীব মুফতী আব্দুর রহমান কোব্বাদী, মাওলানা উবায়দুর রহমান হুযাইফী ঢাকা।
সভাপতিত্ব করবেন, মুহাম্মদ আতাউর রহমান, মাওলানা মােস্তাফিজুর রহমান, আলহাজ সৈয়দ জহির উদ্দিন, আলহাজ্ব ইঞ্জি. আব্দুল মুনতাকিম,মুহাম্মদ ইমতাজুল ইসলাম মিলন, এস.এম. ফয়সল জিসান। সার্বিক ব্যবস্থাপনায় ও পরিচালনায় আল-মাদানী ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মুহাম্মাদ ইমতিয়াজ উদ্দিন সাব্বির। তিলাওয়াত করবেন, বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া। সংগীত পরিবেশন করবেন, নাশিদ শিল্পী শেখ এনাম।