| |
               

মূল পাতা সারাদেশ জেলা দেশ দেওয়ালিয়ার পথে : মুফতী ফয়জুল করীম


দেশ দেওয়ালিয়ার পথে : মুফতী ফয়জুল করীম


রহমত নিউজ ডেস্ক     14 November, 2022     06:20 PM    


ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, দেশ দেওয়ালিয়ার পথে। রিজার্ভ শূন্যের কোঠায়। এরপরও বিদেশে পাচারকৃত টাকা ফিরিয়ে আনার কোন ব্যবস্থা নিচ্ছে না সরকার। ইসলাম, দেশ ও মানবতার সার্বিক মুক্তির লক্ষ্যে আগামী নির্বাচনে বড় দুটি দলকে প্রত্যাখান করে প্রকৃত দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। অন্যথায় দেশ ও জাতির দুঃখ-দুর্দশার অন্ত থাকবে না।

আজ (১৪ নভেম্বর) সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলার উদ্যোগে স্থানীয় হোটেল মাতৃভুমি মিলনায়তনে ইউনিয়ন প্রতিনিধি সভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা সভাপতি অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি ছিলেন দলের দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরীসহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ।

মুফতী ফয়জুল করীম বলেন, আদর্শ সমাজ ও জাতি গঠনে মাদরাসা শিক্ষার পাশাপাশি স্কুল-কলেজেও ধর্মীয় ও দীনিয়াত শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। মাদরাসা শিক্ষায় শিক্ষিতরা ইসলামী তাহযীব-তমদ্দুন, কৃষ্টি-সভ্যতা, দ্বীন-ঈমান, ইজ্জত-আবরু ইত্যাদি সংরক্ষণে ঐতিহাসিক ভূমিকা পালন করে আসছেন। সাধারণ শিক্ষার সাথে ইসলামী শিক্ষার সম্বনয় না থাকায় মানুষ ক্রমেই বিপথগামী হচ্ছে। মাদরাসা তথা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত লোকদের অনৈতিক কাজে যেমন চুরি, ডাকাতি, হত্যা, ব্যভিচার, সুদ, ঘুষ, দুর্নীতি, মাদক ইত্যাদির সাথে সংশ্লিষ্টতা উল্লেখ করার মতো নজির তেমন পাওয়া যায় না। আজ যারা দেশের সম্পদ চুরি, দুর্নীতি ও বিদেশে পাচার করছে, তারা সকলেই সাধারণ শিক্ষায় শিক্ষিত।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা মাদারীপুর মাদারীপুর সদর