| |
               

মূল পাতা সাহিত্য ৩ বিষয়ে সাহিত্য প্রতিযোগিতার আয়োজন লেখক ফোরামের


৩ বিষয়ে সাহিত্য প্রতিযোগিতার আয়োজন লেখক ফোরামের


রহমত নিউজ ডেস্ক     12 November, 2022     08:24 AM    


বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী ও লেখক সমাবেশ উপলক্ষে সাহিত্য প্রতিযোগিতা-২০২২-এর আয়োজন করা হয়েছে। এছাড়া বিজয়ের মাসে ১ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন ফোরামের ফেসবুক পেইজে এবং অনুষ্ঠানের দিন উপস্থিত সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

আগামী (২৯ ডিসেম্বর) বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স অব ডিপ্লোমা ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী ও লেখক সমাবেশে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে।

ছড়া-কবিতা - বিষয় : প্রিয় রাসুল সা. অথবা আমাদের স্বাধীনতা
প্রবন্ধ - বিষয় : সমাজ সংস্কারে হযরত মুহাম্মদ সা. অথবা প্রিয় বাংলাদেশ
গল্প - বিষয় : উন্মুক্ত [গল্প শিশু-কিশোর উপযোগী হতে হবে।]

নিয়মাবলি :
১. একজন প্রতিযোগী যেকোনো একটি বিভাগে অংশ নিতে পারবে এবং শুধু একটি বিষয়ে লিখবে।
২. ছড়া ও গল্পে শুধু শিক্ষার্থীরা অংশ নিতে পারবে আর প্রবন্ধ সবার জন্য উন্মুক্ত।
৩. ছড়া ১২ থেকে ১৬ লাইনের মধ্যে লিখতে হবে।
৪. গল্প সর্বোচ্চ ১০০০ এবং প্রবন্ধ সর্বোচ্চ ২০০০ শব্দের মধ্যে লিখতে হবে।
৫. গল্পের বিষয়বস্তু মৌলিক হতে হবে, অনুবাদ গল্প গ্রহণ করা হবে না। প্রবন্ধ ও গল্পের ভাষা প্রমিত বাংলায় হতে হবে।
৬. প্রতিযোগিতায় অসদুপায় অবলম্বন করা যাবে না।
৭. লেখক ফোরামের নির্বাহী কমিটির সদস্যরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না।
৮.লেখার সঙ্গে পূর্ণাঙ্গ নাম-ঠিকানা ও মোবাইল নম্বর দিতে হবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ও শ্রেণি/জামাত যুক্ত করতে হবে।
৯. লেখা কম্পোজ করে ওয়ার্ড ফাইলে আমাদের নির্ধারিত মেইলে পাঠাতে হবে।
১০. লেখা পাঠানোর শেষ সময়-আগামী ১০ ডিসেম্বর-২০২২। নির্ধারিত সময়ের পর কোনো লেখা গ্রহণ করা হবে না।
১১.সময়ের সেরা লেখকরা বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন।
১২. সব ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

পুরস্কার : প্রতি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের জন্য থাকবে পর্যায়ক্রমে ৫০০০, ৩০০০ ও ২০০০ টাকা সমমূল্যেরে বই ও ক্রেস্ট। এছাড়া প্রতি বিভাগে আরও ৫জন করে মোট ১৫জনকে শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হবে।

লেখা পাঠানোর ইমেইল : bilforam@gmail.com,  প্রয়োজনে : 01728891035, 01917799645, 01918462166