| |
               

মূল পাতা সারাদেশ গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৭০


গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৭০


রহমত ডেস্ক     12 November, 2022     04:15 PM    


পঞ্চগড়ের রাজনগর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের প্রায় ৭০টি দোকান পুড়ে ছাই। এতে ব্যবসায়ীদের প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) মধ্যরাতে রাজনগরের মধ্যবাজারে শুঁটকির দোকান থেকে অগ্নিকাণ্ড শুরু হয়। পরে পাশের মুরগিহাটি, পানহাটি, মুড়িহাটি, চুড়িহাটিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, মধ্যরাতে আগুনের খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের সবগুলো ইউনিট ঘটনাস্থলে আসেন। ফায়ার সার্ভিসের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে চারটি পট্টির অন্তত ৭০টি দোকান পুড়ে যায়।

এ বিষয়ে পঞ্চগড় বাজারের মুরগিহাটির ব্যবসায়ী আশরাফুল ইসলাম বলেন, আগুনে আমাদের প্রায় ২৪টি মুরগির দোকান পুড়ে গেছে। প্রতিটি দোকানেই মুরগি ছিল। আগুনে আমাদের পুঁজিও শেষ হয়ে গেছে। আমরা সরকারের আর্থিক সহযোগিতা চাই।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে আমরা আগুনে ৬৫টি দোকান পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে তালিকা করেছি।

সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুল হক বলেন, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জরিপের মাধ্যমে ক্ষতির পরিমাণ নির্ণয় করা হবে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: রংপুর পঞ্চগড়