রহমত নিউজ 10 November, 2022 05:06 PM
আগামী ৭ নভেম্বর কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাওয়া প্রধানমন্ত্রীর জনসভায় জেলার প্রতিটি পরিবারে দাওয়াত কার্ড পৌঁছানোর নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। একই সঙ্গে বিএনপি, জাতীয় পার্টিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দের নামেও দাওয়াত কার্ড দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। তবে জামায়াতকে দাওয়াত দিতে বারণ করেছেন তিনি।
আজ (১০ নভেম্বর) বৃহস্পতিবার বেলা ১১টায় কক্সবাজার জেলার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ অডিটরিয়ামে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে জেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, অর্থ সম্পাদক ওয়াসিকা আয়েশা খান, দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন। এছাড়াও কক্সবাজারের চার আসনের সংসদ সদস্যসহ আওয়ামী লীগের জেলা, উপজেলাসহ বিভিন্ন ইউনিট কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হুইপ স্বপন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারকে উন্নয়নে ভরিয়ে দিয়েছেন। তাই এবার তার জনসভাকে কক্সবাজারের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় জনসভায় রূপান্তর করতে হবে। এজন্য জেলার প্রতিটি ঘরে দাওয়াত কার্ড পৌঁছাতে হবে। জনসভায় লোক আসাটা লক্ষ্য নয়; এটি ক্যাম্পিং- যার মাধ্যমে ঘরে ঘরে প্রধানমন্ত্রীর দাওয়াত পৌঁছে দেওয়া। আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে। অন্য দলের লোকজন আমাদের দলে আসতে চায়। দাওয়াত দিলে তাদের আসাটা সহজ হবে। আগামীর অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনে জেলার সব আসনে আওয়ামী লীগের জয় পেতে হবে। এখন থেকে সবাইকে সেভাবে কাজ করতে হবে। এসময় জনসভা সফলভাবে বাস্তবায়ন করতে গুরুত্বপূর্ণ দিকনিদের্শনাও দেন তিনি।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম কক্সবাজার কক্সবাজার সদর