| |
               

মূল পাতা রাজনীতি অন্যান্য সরকার দেশকে আরো গভীর সংকটে নিপতিত করবে : সুব্রত চৌধুরী


সরকার দেশকে আরো গভীর সংকটে নিপতিত করবে : সুব্রত চৌধুরী


রহমত নিউজ     04 November, 2022     07:05 PM    


গণফোরামের একাংশের সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন, দেশের জনগণকে উন্নয়নের কল্পকাহিনী শোনাতে শোনাতে হঠাৎ করে দুর্ভিক্ষ আসছে বলে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিলেন তা লুটেরাদের লুটপাটে উৎসাহিত ও সুযোগ সৃষ্টি করবে। দুর্ভিক্ষের কথায় জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে; তাই তারা ক্ষতিগ্রস্ত হবে। অস্থিতিশীল রাজনৈতিক সংকট সৃষ্টি করে ফ্যাসিস্ট সরকার দেশকে আরো গভীর সংকটে নিপতিত করবে। এ থেকে উত্তরণে সুশাসনের বিকল্প নেই। সুশাসন প্রতিষ্ঠা করার একমাত্র উপায় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন।

আজ (৪ নভেম্বর) শুক্রবার গণফোরাম কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকার কেন্দ্রীয় কমিটির সভায় তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম. জগলুল হায়দার আফ্রিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক লতিফুল বারী হামিম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মীর্জা হাসান, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. নাসির হোসেন, আন্তর্জাতিক সম্পাদক গোলাম হোসেন আবাব, মহিলা সম্পাদক নিলুফার আহমেদ শাপলা, যুব ও ক্রীড়া সম্পাদক তাজুল ইসলাম, ছাত্র সম্পাদক অ্যাডভোকেট মো. সানজিদ রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য কামাল উদ্দিন সুমন, অধ্যাপক কবিরুজ্জামান, রিয়াদ হোসেন, আনোয়ার ইব্রাহীম প্রমুখ।